ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

এমপি পাপুলকে দুষছেন কুয়েত প্রবাসীরা

তৌহিদুর রহমান, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২১
এমপি পাপুলকে দুষছেন কুয়েত প্রবাসীরা

ঢাকা: মানব ও অর্থ পাচারের দায়ে লক্ষীপুর-২ আসনের সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুলকে চার বছরের সশ্রম কারাদণ্ডের প্রেক্ষিতে তাকে এখন দুষছেন কুয়েতের প্রবাসী বাংলাদেশিরা।

কুয়েতে থাকা প্রবাসীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমপি পাপুলের তীব্র সমালোচনা করছেন।

একই সাথে পাপুলের জন্য বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলেও অভিমত প্রকাশ করেছেন তারা।

এমপি পাপুলের রায়ের প্রেক্ষিতে কুয়েত প্রবাসী এম ডি স্বপন ফেসবুকে লিখেছেন, দুই দিন আগে আর পরে, গরিবের হক মেরে কেউ বাঁচতে পারবে না—এই রায় এর ছোট্ট একটি প্রমাণ।

কুয়েত প্রবাসী আল আমিন লিখেছেন, এই রায়ে আমি খুশি হতে পারলাম না। পাপুলের এমন একটা শাস্তি হওয়া উচিত ছিল— যেটা দেখে পরবর্তীতে এই রকম কাজ কেউ করতে সাহস না পায়।

এমপি পাপুলের রায়ের পর কুয়েত প্রবাসী ফুরকানের অভিমত, ‘সাজা কম হয়ে গেছে, পনের বছর দেওয়া দরকার ছিল। ’

প্রবাসী মো. মনির ফেসবুকে লিখেছেন, ‘দেশের বিরুদ্ধে কথা বললে দেশদ্রোহী হয়। প্রবাসীরা সেই দেশের সম্পদ। এই এমপি প্রবাসীদের রিজিকে আঘাত দিয়েছে, তাই বাংলাদেশে তার বিরুদ্ধে দেশদ্রোহীর মামলা করা হোক। ’

এমপি পাপুলকে নিয়ে কুয়েত প্রবাসী মো. সাঈদ মন্তব্য করেছেন, ‘সাজা এবং জরিমানা অনেক অনেক কম হয়েছে। ’

কুয়েত প্রবাসী জিহান সালিম এমপি পাপুলকে নিয়ে মন্তব্য করেছেন, ‘আমাদের যা কিছু অর্জন ছিল প্রবাসে, তা একে একে ধ্বংস করে দিচ্ছে। ’

এমপি পাপুলকে নিয়ে প্রবাসী নুর ফিদুর মন্তব্য—বাংলাদেশ হলে রায় দিতে লাগতো ছয় বছর!

কুয়েত প্রবাসী মো. কিরন পাপুলের রায়ের পর মন্তব্য করেছেন, ‘বাংলাদেশ হলে জামিন হয়ে যেত। সাজা তো পরের কথা। খুশি হলাম। এভাবেই সকল চোরদের সাজা দেওয়া হোক। ধন্যবাদ কুয়েত বিচার বিভাগ। ’

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) কুয়েতের ফৌজদারি আদালত মানব ও অর্থ পাচারের দায়ে লক্ষীপুর-২ আসনের এমপি শহীদ ইসলাম পাপুলকে চার বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই সাথে তাকে ১৯ লাখ কুয়েতি রিয়াল (৫৩ কোটি ১৯ লাখ ৬২ হাজার টাকা) জরিমানা করা হয়েছে।

কুয়েতের ফৌজদারি আদালতের বিচারক আবদু ল্লাহ আল ওথমান পাপুলের সাথে সেদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা মাজেন আল জারাহকেও চার বছরের কারাদণ্ড ও ১৯ লাখ কুয়েতি রিয়াল জরিমানা করেছেন।

মানব ও অর্থ পাচারের অভিযোগে গত বছর ৬ জুন লক্ষীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুলকে গ্রেফতার করে কুয়েতের পুলিশ। তিনি তারপর থেকেই সে দেশের কারাগারে আটক ছিলেন। ৬ মাস বিচার প্রক্রিয়া শেষে তাকে এই সাজা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২১
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।