ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে ভ্রাম্যমাণ আদালতে ১৪ মামলায় ৫ হাজার ৬শ’ টাকা জরিমানা

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
মৌলভীবাজারে ভ্রাম্যমাণ আদালতে ১৪ মামলায় ৫ হাজার ৬শ’ টাকা জরিমানা পৌর নির্বাচনকে ঘিরে মৌলভীবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: শনিবার (৩০ জানুয়ারি) পৌর নির্বাচনকে কেন্দ্র করে মৌলভীবাজারে মোটরযান চলাচলের ওপর জারি করা নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে ১৪টি মামলা হয়েছে। এসব মামলায় জরিমানা করা হয়েছে পাঁচ হাজার ৬০০ টাকা।

 

মৌলভীবাজার পৌরসভা সাধারণ নির্বাচন উপলক্ষে মোটরযান চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ প্রতিপালন নিশ্চিতে 
শুক্রবার (২৯ জানুয়ারি) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত মৌলভীবাজার শহরের বেরীলেক, কুসুমবাগ ও সদর হাসপাতালের সংযোগ সড়কে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় সার্বিক নিরাপত্তায় ছিল  বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল।

বাংলাদেশ সময়: ০৬২৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
বিবিবি/এসআই

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।