ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় চোলাই মদসহ আটক ১

সাভার করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
আশুলিয়ায় চোলাই মদসহ আটক ১ আটক আব্দুল লতিফ

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় ১০৫ লিটার চোলাই মদসহ মো. আব্দুল লতিফ (৪৫) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৪ এর সদস্যরা।  

শনিবার (৩০ জানুয়ারি) বিকেলে আশুলিয়ার দুর্গাপুর মণ্ডলপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক লতিফ একই এলাকার মৃত মন্নাবের ছেলে।

র‌্যাব-৪ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে বিকেলে আশুলিয়ার দুর্গাপুর মণ্ডলপাড়া এলাকা থেকে ১০৫ লিটার চোলাই মদসহ লতিফকে আটক করা হয়।  

র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার এ এইচ এম আদনান তফাদার বাংলানিউজকে জানান, প্রাথামিক জিজ্ঞাসাবাদে লতিফ এ ঘটনার সত্যতা স্বিকার করেছেন। তিনি দীর্ঘ দিন যাবত মানুষের আড়ালে মদ তৈরি করে বিভিন্ন এলাকায় বিক্রি করতো।  

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।