ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে স্কুল শিক্ষিকার আত্মহত্যার চেষ্টা!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে স্কুল শিক্ষিকার আত্মহত্যার চেষ্টা! ছবি: প্রতীকী

নীলফামারী: ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক স্কুল শিক্ষিকা। পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছে তাকে উদ্ধার করে।

শনিবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে সৈয়দপুর শহরের অভিজাত এলাকায় এ ঘটনা ঘটে।

নীলফামারীর সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান,  ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করার কথা জানান ওই শিক্ষিকা। আমরা দ্রুত তার আইডি শনাক্ত করার মাধ্যমে ঠিকানা বের করি। পরে এসআই সাইদুর রহমানকে তাৎক্ষণিক ঘটনাস্থলে পাঠিয়ে স্কুল শিক্ষিকাকে স্বামীর বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে জীবিত উদ্ধার করা হয়।

দুই সন্তানের জননী ওই স্কুল শিক্ষিকার স্বামী শহরের একজন ব্যবসায়ী। সৈয়দপুর উপজেলার একটি ইউনিয়নের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষিকা পারিবারিক কলহের কারণে আত্মহত্যার চেষ্টা করেছে বলে জানিয়েছে ওসি আবুল হাসনাত খান।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।