ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

গণস্বাস্থ্য কেন্দ্রের ৫০ বছর উপলক্ষে বিশেষ লোগো উন্মোচন

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
গণস্বাস্থ্য কেন্দ্রের ৫০ বছর উপলক্ষে বিশেষ লোগো উন্মোচন লোগো উন্মোচন। ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় গণস্বাস্থ্য কেন্দ্রের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ লোগো উন্মোচন ও বার্ষিক ক্যালেন্ডার বিতরণ করা হয়েছে।  

রোববার (৩১ জানুয়ারি) বিকেলে আশুলিয়ার বাইশমাইল এলাকায় অবস্থিত গণস্বাস্থ্য কেন্দ্রে এ লোগো উন্মোচন ও ক্যালেন্ডার বিতরণ করা হয়।

 

এসময় লাল, সবুজ, সোনালি ও নীল রং সম্বলিত একটি নতুন লোগো উন্মোচন করা হয়। এছাড়া গণস্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন সময়ের ইতিহাসের ছবি সম্বলিত নতুন বছর ২০২১ এর ক্যালেন্ডার বিতরণ করা হয়।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ট্রাস্টির চেয়ারম্যান প্রফেসর আলতাফুন্নেসা মায়া। এছাড়া স্বাগত বক্তব্য দেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মনজুর কাদির আহমেদ।  

এসময় উপস্থিত ছিলেন- গণ বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু, ট্রাস্টি ও নির্বাহী পরিচালক (জিপিএল) সন্ধ্যা রায়, নির্বাহী পরিচালক (কার্যক্রম) গোলাম মোস্তফা দুলাল, সিনিয়র পরিচালক একেএম রেজাউল হক, অধ্যাপক মেজবাহ উদ্দিন আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক মীর মোর্তুজা বাবু, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুসহ প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।