ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
না.গঞ্জে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলায় দুই বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রিফাত (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।  

রোববার (৩১ জানুয়ারি) ভোরে উপজেলার মাসদাইর খেয়াঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে। রিফাত একই এলাকার মানিক মিয়ার ছেলে।

ফতুল্লা মডেল থানার কনস্টেবল (মুন্সি) জুয়েল জানান, গত বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে বাসার সামনে খেলা করছিল শিশুটি।  এ সময় অভিযুক্ত রিফাত তাকে কোলে করে নিজ বাসায় নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটি চিৎকার শুরু করলে তাকে বাসা থেকে বের করে দেয়। রাতে শিশুটি ব্যথায় চিৎকার শুরু করলে তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। সেখানকার ডাক্তার জানায়, শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় গত শনিবার (৩০ জানুয়ারি) দিনগত রাতে শিশুটির মা রিফাতকে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। পরে রোববার ভোরে অভিযান চালিয়ে তার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, ধর্ষণচেষ্টার অভিযোগে রিফাতকে গ্রেফতার করা হয়েছে। শিশুটি সুস্থ আছে।  

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।