ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নলছিটিতে যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২১
নলছিটিতে যুবকের মরদেহ উদ্ধার

ঝালকাঠি: ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সুগন্ধা নদী থেকে ৩৩ বছর বয়সী একটি যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (০১ ফেব্রুয়ারি) ময়নাতদন্তের জন্য মরদেহটি ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এরআগে, রোববার রাতে থানা পুলিশ নলছিটি উপজেলার বারইকরণ এলাকার সুগন্ধা নদীর চরে আটকা পড়া অবস্থায় মরদেহটি উদ্ধার করে।

নলছিটি থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান জানান, রোববার সন্ধ্যায় উপজেলার বারইকরণ এলাকার সুগন্ধা নদীর চরে আটকা পড়া মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ রাত সাড়ে ৮টার দিকে স্থানীয়দের সহযোগিতায় অর্ধগলিত ওই মরদেহটি উদ্ধার করে। মরদেহটি ফুলে পচন ধরেছিল। মুখমণ্ডলে আঘাতের দাগ ছিল।

তিনি আরও জানান, মৃত ব্যক্তির প্যান্টের পকেটে থাকা মুঠোফোনের সিম চালু করে তার পরিচয় পাওয়া যায়। মৃত ব্যক্তির নাম রাশেদুল হক। তিনি নরসিংদীর রায়পুরা উপজেলার সায়দাবাদ গ্রামের মৃত শাজাহান মিয়ার ছেলে। তিনি বরিশালের কালিজিরা এলাকায় অবস্থিত একটি বেসরকারি কোম্পানির ডিপোতে স্টোরকিপার পদে চাকরি করতেন।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২১
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।