ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে সাড়ে ৪ হাজার ইয়াবাসহ আটক ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২১
গাজীপুরে সাড়ে ৪ হাজার ইয়াবাসহ আটক ৬

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনা এলাকা থেকে ৪ হাজার ৬৫০ পিস ইয়াবাসহ ছয়জন আটক করেছে পুলিশ।

সোমবার (১ ফেব্রুয়ারি) ভোর রাতে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনা এলাকার মৃত সাদেক হোসেনের ছেলে মো. কায়েস (৪৫), পশ্চিম বিলাসপুর এলাকার মো. বাবুল চৌধুরীর ছেলে মো. জহির উদ্দিন জনি (৩৫), একই এলাকার আব্দুল বারেকের ছেলে মো. আমির হোসেন (৩৩), নিলেরপাড়া এলাকার মো. মোজাম্মেল হকের ছেলে পারভেজ আহম্মেদ পনির (৩৮), ভোরা এলাকার মো. মাসুদ রানার ছেলে মো. হৃদয় (২৪) ও একই এলাকার মৃত হাসানের ছেলে মো. রিপন (৩৮)।

গাজীপুর র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সালনা এলাকায় অভিযান চালানো হয়। এসময় ওই ছয়জনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৬ হাজার ৬৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া নগদ ২০ হাজার ৮৩০ টাকা এবং ৬টি মোবাইল ফোনসহ উদ্ধার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে আটকরা র‌্যাবকে জানায়, চোরাই পথে ইয়াবা আমদানি করে গাজীপুরের বিভিন্ন এলাকায় বেচা-কিনা করে আসছিল।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২১
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।