ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

পত্নীতলায় ট্রাক্টর-ইজিবাইক সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২১
পত্নীতলায় ট্রাক্টর-ইজিবাইক সংঘর্ষে নিহত ১

নওগাঁ: নওগাঁর পত্নীতলা উপজেলার কঞ্চিপুকুর এলাকায় ট্রাক্টর ও ইজিবাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে রিপন ছোটকু (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।

  

রোববার (০১ ফ্রেব্রুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন পত্নীতলা উপজেলার বাঁকরইল গ্রামের লাল চানের ছেলে।  

স্থানীয়রা জানান, ইট বোঝাই একটি ট্রাক্টর সাপাহার থেকে পত্নীতলা আসছিল। পথে কঞ্চিপুকুর এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত একটি ইজিবাইকের সঙ্গে ট্রাক্টরটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ইজিবাইকে থাকা রিপনের। এসময় আহত হন আরও তিনজন। আহতদের নাম জানা যায়নি। তাদের উদ্ধার করে প্রথমে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।