ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২১
রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে

ঢাকা: মিয়ানমারে সামরিক শাসন থাকলেও রোহিঙ্গা প্রত্যাবাসন আলোচনায় অগ্রাধিকার থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।  

সোমবার (১ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমের মুখোমুখি হয়ে একথা জানান।

এক প্রশ্নের উত্তরে টেলিফোনে ড. মোমেন বলেন, ১৯৭৮ ও ১৯৯২ সালেও মিয়ানমারে সামরিক শাসন ছিল। সেই আমলেও রোহিঙ্গা প্রত্যাবাসন হয়েছিল। মিয়ানমারে আবার সামরিক শাসক এলেও রোহিঙ্গা প্রত্যাবাসন আলোচনায় অগ্রাধিকার থাকবে।

তিনি জানান, সব সময় আলোচনা হয় সরকারের সঙ্গে। ব্যক্তি বিশেষের সঙ্গে নয়। মিয়ানমারের ক্ষেত্রেও তাই হবে।  

মিয়ানমারের পরিস্থিতির ওপর নজর রাখছেন বলেও জানান ড. মোমেন।
 
সোমবার (১ ফেব্রুয়ারি) ভোরে মিয়ানমারের সেনাবাহিনী ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চিসহ শীর্ষ নেতাদের আটক করে। সেনা অভ্যুত্থানের পর দেশটিতে আগামী এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে।

আরও পড়ুন>> ** মিয়ানমারে অভ্যুত্থানের বিরুদ্ধে টোকিও-ব্যাংককে বিক্ষোভ
**জনগণকে বিক্ষোভে নামার আহ্বান সু চির
**মিয়ানমারে সেনা অভ্যুত্থানের নিন্দা জানালেন রোহিঙ্গা নেতা
**মিয়ানমারের সেনা অভ্যুত্থান নিয়ে যা বললো চীন
**সু চিকে ছেড়ে না দিলে ব্যবস্থা নেওয়া হবে: বাইডেন
**মিয়ানমারে সব ব্যাংক বন্ধ
**মিয়ানমারের সেনা অভ্যুত্থান নিয়ে যা বললো চীন
**মিয়ানমারে শান্তি ও স্থিতিশীলতা দেখতে চায় বাংলাদেশ
**সেনা অভিযানে সু চি ও মিয়ানমারের রাষ্ট্রপতি আটক

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২১
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।