ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মাধবদীতে দাদিকে কুপিয়ে হত্যা, দাদা আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২১
মাধবদীতে দাদিকে কুপিয়ে হত্যা, দাদা আহত আহত দাদা।

নরসিংদী: নরসিংদীর মাধবদীতে জমি নিয়ে বিরোধের জেরে দাদি আমিরজানকে (৫০) কুপিয়ে হত্যা করেছে নাতি মোশাররফ অনিক (১৮)। এসময় আহত হয়েছে দাদা হোসেন আলী।

সোমবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রোববার সকালে দাদা-দাদিকে কুপিয়ে আহত করে মোশাররফ।

আমিরজান কাঠালিয়া ইউনিয়নের মৈষাদী গ্রামের হোসেন আলীর স্ত্রী।  

পুলিশ জানায়, হোসেন আলী তার স্ত্রী আমিরজানের নামে ২ শতাংশ জমি লিখে দেন। তার পাশেই ছেলে রফিকুলের ৪ শতাংশ জমি রয়েছে। জমির সীমানায় একটি গাছ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিলো। দীর্ঘদিন ধরে জমির সীমানা সংক্রান্ত বিরোধ নিয়ে হোসেন আলীর নাতি দাদা-দাদিকে অত্যাচার করে আসছিল।  

রোববার সকালে হোসেন আলীর ছেলে রফিকুল তার স্ত্রী হাফেজা এবং নাতি মোশাররফ বৃদ্ধ আমিরজানকে মারধর শুরু করে। এসময় হোসেন আলী তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে মোশাররফ তার হাতে থাকা চাপাতি দিয়ে দাদা ও দাদিকে কুপিয়ে আহত করে। স্থানীয় লোকজন আহতাবস্থায় তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। দাদির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  

সোমবার সকালে আহত দাদা হোসেন আলী কিছুটা সুস্থ হয়ে এ ঘটনায় মাধবদী থানায় অভিযোগ করতে গেলে চিকিৎসাধীন স্ত্রী মারা গেছেন বলে খবর পান।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বলেন, নাতির হাতে দাদিকে হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক নাতিকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
 
বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।