ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদাবাজির দায়ে ডিএসসিসির চেইনম্যান চাকরিচ্যুত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২১
চাঁদাবাজির দায়ে ডিএসসিসির চেইনম্যান চাকরিচ্যুত

ঢাকা: ভুয়া ম্যাজিস্ট্রেট সেজে ও ম্যাজিস্ট্রেটের গানম্যান পরিচয়ে চাঁদাবাজি করার দায়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) চেইনম্যান মো. নোবেল হাসান মিঠুকে চাকরিচ্যুত করা হয়েছে।  

একই অপরাধে আনসার পিসি মো. শহিদুল ইসলামের কর্মকাণ্ড অবহিত করে তার নিয়ন্ত্রণকারী দপ্তরে (আনসার ও ভিডিপির জোন অধিনায়ক, ডিএমএ-দক্ষিণ) অবহিত করে চিঠি দেওয়ার লক্ষ্যে নথি উপস্থাপন করা হয়েছে।

 

সোমবার (১ ফেব্রুয়ারি) করপোরেশনের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে চেইনম্যান মিঠুকে চাকরিচ্যুত করা হয়। সন্ধ্যা ৭টার দিকে ডিএসসিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুয়া ম্যাজিস্ট্রেট সেজে ও ম্যাজিস্ট্রেটের গানম্যান পরিচয়ে চাঁদাবাজি করার সময় গত রোববার (৩১ জানুয়ারি) দিনগত রাতে জাকির সুপার মার্কেটের সামনে থেকে করপোরেশনের চেইনম্যান মিঠু ও নগর ভবনের আনসার ক্যাম্প ইনচার্জ ও ডিউটি পরিদর্শক (পিসি) মো. শহিদুল ইসলামকে আটক করে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় সোমবার তাদের বিরুদ্ধে বংশাল থানা মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২১
আরকেআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।