ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রায়পুরায় মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২১
রায়পুরায় মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ১ ছবি: বাংলানিউজ

নরসিংদী: নরসিংদীর রায়পুরায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. আপেল মিয়া (২২) নামে একজন নিহত হয়েছে।  

সোমবার (০১ ফেব্রুয়ারি) রাত সাড়ে সাতটায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ ঝাড়তলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত আপেল মিয়া সিএনজিচালিত অটোরিকশা চালক।

ভৈরব হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হেসেন জানান, সিএনজি চালক আপেলের আজ থানায় ডিউটি ছিল। গ্যাস নেওয়ার জন্য ভৈরব গিয়েছিল। ফেরার পথে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের  মাহমুদাবাদ ঝাড়তলা নামক স্থানে পৌঁছালে মাইক্রোবাস ও সিএনজির মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২৩৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২১
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।