ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা, চশমা ওষুধ বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২১
পটুয়াখালীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা, চশমা ওষুধ বিতরণ

পটুয়াখালী: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী "মুজিববর্ষ" উপলক্ষে করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রভাবে ক্ষতিগ্রস্থ ও ঝুঁকিপূর্ণ মানুষের জন্য বিশেষ চক্ষু চিকিৎসাসেবা, চশমা ওষুধ বিতরণ কার্যক্রম (পঞ্চম পর্ব) সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত পটুয়াখালী সদর উপজেলার মৌকরণ মাধ্যমিক বিদ্যালয়ে পটুয়াখালী ইয়ুথ ফোরামের আয়োজনে জাহিদ হোসেন বাচ্চু তালুকদার স্মৃতি সংসদের সহযোগিতায় ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের মাধ্যমে কর্মসূচির আয়োজন করেন।

এসময় উপস্থিত ছিলেন উত্তর মৌকরণ এএইচ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মাহবুব আলম, চান্দখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হানিফ শিকদার, পটুয়াখালী ইয়ুথ ফোরামের সভাপতি মো. জহিরুল ইসলাম, নির্বাহী পরিচালক মো. হাসিবুর রহমানসহ স্বেচ্ছাসেবক রিফাত, তাসনিম, শাওন, আফফান, রায়হান, হারুন, ইমন, পিকিং, শেফা ও জাকারিয়া প্রমুখ।

ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল বরিশাল শাখার ক্যাম্প অর্গানাইজার কাজী মিজানুর রহমানের ব্যবস্থাপনায় এবং হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাক্তার শামিম আহমেদের নেতৃত্বে দশ সদস্যের একটি মেডিক্যাল টিম বিনামূল্যে পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করেন।

বিশেষ চক্ষু চিকিৎসাসেবা কার্যক্রমে প্রায় তিন শতাধিক রোগীদের বিনামূল্যে পরিক্ষা নিরীক্ষা, ৩০ জনকে বিনামূল্যে চশমা ও ১০ জনকে অল্প খরচে ছানী অপারেশন ও লেন্স সংযোজনের জন্য নির্বাচিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।