ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

গোমস্তাপুরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২১
গোমস্তাপুরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু  ছবি: বাংলানিউজ

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে পাওয়ার টিলার (ট্রাক্টর) উল্টে সুমন আলী (৩৫) নামে চালকের মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের বোগলা এলাকায় মহানন্দা নদীর ঘাটে এ ঘটনা ঘটে।

 

নিহত সুমন একই উপজেলার রহনপুর পৌরসভা এলাকার পিরাশন ভাটাপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে।  

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সেলিম রেজা বাংলানিউজকে জানান, দুপুরে বোগলা এলাকায় মহানন্দা নদীর ঘাট থেকে ট্রাক্টরে মাটি ভর্তি করে নিয়ে ফিরছিলেন চালক সুমন। পথে নদীর ঘাটেই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে যায়। এ সময় ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালক সুমনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।  

এদিকে নিহতের খবরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রহনপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র মতিউর রহমান খান।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।