ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সিজিএসের ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ অক্টোবরে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২১
সিজিএসের ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ অক্টোবরে

ঢাকা: সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ শীর্ষক এক আন্তর্জাতিক সংলাপের উদ্যোগ নিয়েছে। চলতি বছরের ৯ থেকে ১১ অক্টোবর ঢাকায় এ সংলাপ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সিজিএস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, এবারের আয়োজনে বিশ্বের ৭০টিরও বেশি দেশের বিষয় সংশ্লিষ্ট গবেষক, শিক্ষক, লেখক, সমরবিদ, সাংবাদিক, ব্যবসায়ী এবং রাজনীতিকসহ বিভিন্ন পেশার ২০০ জন গুরুত্বপূর্ণ বক্তাসহ ছয় শতাধিক অংশগ্রহণকারী অংশ নেবেন।

এ উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে, এ অঞ্চলে দ্রুত বিকাশমান পরিস্থিতিকে বৈশ্বিক প্রেক্ষাপটে জানা ও বোঝা। এরই মধ্যে বঙ্গোপসাগর অধ্যুষিত এ অঞ্চল বিশ্বের মনোযোগের কেন্দ্রে রয়েছে। মানবসম্পদ উন্নয়ন, জনস্বার্থ, জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত মোকাবিলার পাশাপাশি এ অঞ্চলের অনৈতিক অগ্রগতি অন্যদের নজর কাড়তে সক্ষম হয়েছে। এ অর্জনগুলো টেকসই হলে এর সুফল শুধু এ অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না, বাকি বিশ্বও এ ধারায় যুক্ত হবে।

অন্যদিকে এ অঞ্চলের নানা দেশে দুর্বল গণতান্ত্রিক পরিস্থিতি, সুশাসনের ঘাটতি, রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহারের মতো বিষয়গুলো বড় পরিসরে উদ্বেগ তৈরি করছে। এ ধারা অব্যাহত থাকলে তা আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রে বিপর্যয় ডেকে আনতে পারে বলে মনে করে সিজিএস। এসব সম-সাময়িক বিষয় নিয়ে এশিয়া এবং বঙ্গোপসাগর অঞ্চলের বাইরের বিশ্বকে ভাবতে হবে।  

তিন দিনব্যাপী অনুষ্ঠেয় ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ এর নানা পর্বে প্রাণবন্ত আলোচনা ও বিতর্কের মধ্য দিয়ে আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানগুলো উপস্থাপন করা হবে।

এ আয়োজন সম্পর্কে সিজিএস এর নির্বাহী পরিচালক এবং ‘বে অব বেঙ্গল কনভারসেশন’- এর চেয়ার জিল্লুর রহমান বলছেন, এর মাধ্যমে আমরা একটি কার্যকর বৈশ্বিক প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই। আমরা মনে করি, বিশ্বের বিভিন্ন প্রান্তের নানা শ্রেণি-পেশার মানুষের কণ্ঠস্বর এ আয়োজনের মধ্য দিয়ে উঠে আসবে।

প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. মঞ্জুর আহমেদ চৌধুরী বলেন, এ ধরনের উদ্যোগ বড় পরিসরে আলোচনা ও বিতর্কের ক্ষেত্র তৈরি করবে।  

আগামীতে প্রতি বছরই ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানায় সিজিএস।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২১
এমআইএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।