ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২১
খুলনায় ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষকের মৃত্যু

খুলনা: খুলনায় ট্রাকের ধাক্কায় পঞ্চানন বিশ্বাস (৫০) নামে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে।  
বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে মহানগরীর জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত পঞ্চানন গোলদার খুলনার ডুমুরিয়ার ধানিবুনিয়া গ্রামের বাসিন্দা পাগল গোলদারের ছেলে ও ডুমুরিয়ার শহীদ আবুল কাশেম ডিগ্রী মহাবিদ্যালয়ের আইসিটি শিক্ষক।

স্থানীয়রা জানান, পঞ্চানন গোলদার মোটরসাইকেলে কৈয়া বাজার থেকে খুলনার দিকে আসছিলেন। পথে  জিরো পয়েন্ট এলাকায় কামরুলের দোকানের সামনে আসলে দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার একটি হাত ভেঙে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে সার্জারি বিভাগে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে মারা যান তিনি।

হরিনটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, মৃত ব্যক্তির মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে রয়েছে। এছাড়া ঘাতক ট্রাকটি ও চালককে আটক করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ০৫৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫ , ২০২১
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।