ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২১
আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য আটক

ঢাকা: কিশোরগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সক্রিয় সদস্য কবির হোসেনকে (২৩) আটক করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে সদর থানার চর শোলাকিয়া ঈদগাহ রোডে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন, সংগঠনের প্রচার-প্রচারণা ও দাওয়াতি কাজে ব্যবহৃত ফেসবুক আইডি জব্দ করা হয়েছে।

এটিইউর সহকারী পুলিশ সুপার (এএসপি-মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) ওয়াহিদা পারভীন জানান, আটক কবির এবিটির সক্রিয় সদস্য ও জসিম উদ্দিন রাহমানীর একনিষ্ঠ অনুসারি। তিনি দীর্ঘদিন ধরে এবিটির পক্ষে ভার্চ্যুয়ালি জিহাদী প্রচারণা, দাওয়াত, প্রশিক্ষণ, সদস্য সংগ্রহ ও সংগঠনকে সুসংগঠিত করার কাজ করে আসছিলেন।

তার বিরুদ্ধে সদর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২১
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।