ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে তরুণ খুন

সাভার করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২১
সাভারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে তরুণ খুন রুহানুল ইসলাম রুহান

সাভার (ঢাকা): সাভার পৌরসভা এলাকায় রুহানুল ইসলাম রুহান (১৮) নামে এক তরুণকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।  

শনিবার (০৬ ফেব্রুয়ারি) রাতে এলাকার ব্যাংক কলোনি এলাকার একটি রেস্তোরাঁর সামনে এ ঘটনা ঘটে।

রুহান সাভারের কর্ণপাড়া এলাকার ব্যবসায়ী আব্দুস সোবাহানের ছেলে। তিনি স্থানীয় রোবেলা স্কুল থেকে ২০১৯ সালে এসএসসি পাস করেন।

জানান যায়, সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে মুড়ি খেতে ব্যাংক কলোনি এলাকার মুড়ি মটকা রেস্তোরাঁ যান রুহান। এ সময় পূর্বশত্রুতার জেরে রুহানকে ছুরিকাঘাত করে হত্যা করে বলে অভিযোগ উঠেছে নাসির ও হৃদয় নামে তার দুই বন্ধুর বিরুদ্ধে। পরে স্থানীয়রা রুহানকে উদ্ধার করে এনাম মেডিক্যাল কলেজের হাসপাতালে ভর্তি করে।  

এ বিষয়ে সাভার থানার পরিদর্শক (ওসি) এ এফ এম সায়েদ বাংলানিউজকে বলেন, বন্ধুদের ভেতর পূর্বশত্রুতার জেরেই তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তবে বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।