ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে ট্রাকচাপায় ইপিজেড শ্রমিক নিহত

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২১
ঈশ্বরদীতে ট্রাকচাপায় ইপিজেড শ্রমিক নিহত সুমন

পাবনা (ঈশ্বরদী): পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নে ট্রাকের চাপায় সুমন ইসলাম (২৫) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে ফজরের নামাজ আদায় করতে মসজিদে আসার পথে ঈশ্বরদী-কুষ্টিয়া সড়কের পাকশীর বাঘইল পশ্চিমপাড়া সড়কের দোতালা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

সুমন ঈশ্বরদী ইপিজেডের ভিনটেজ এ্যাবা কোম্পানিতে মেনটেনেজ সেকশনের ইটিবিতে অপারেটরের কাজ করতো। তিনি রাজশাহীর বাঘা উপজেলার সরেরহাট গ্রামের হযরত আলীর ছেলে।  

বড় ভাই সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, সুমন প্রতিদিন ভোরে মসজিদে গিয়ে ফজরের নামাজ আদায় করে হাঁটাহাটি করতো। আজ ভোরে ফজরের নামাজ আদায় করতে মসজিদে যাওয়ার সময় রাস্তা পার হতে গেলে একটি ট্রাক তাকে চাপা দেয়। নামাজ শেষ হওয়ার পর মুসল্লি ও এলাকাবাসী রাস্তায় দ্বিখণ্ডিত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সুরতাহাল শেষে মরদেহ উদ্ধার করে।  

সুমনের সহকর্মী তানিম হোসেন বাংলানিউজকে জানান, সুমন তার বড় ভাই সাইফুল ইসলামের শ্বশুরবাড়িতে থাকতো। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতো। অনেক শান্ত স্বভাবের ছিল। টানা ১০ বছর একই কোম্পানিতে চাকরি করেছে।  

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসীর উদ্দিন বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিবারের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ-ব্যাপারে ঈশ্বরদী থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা নথিভুক্ত হয়েছে।

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।