ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

শার্শায় ফেনসিডিলসহ ২ যুবক আটক

উপজেলা করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২১
শার্শায় ফেনসিডিলসহ ২ যুবক আটক আটক দুই যুবক

বেনাপোল (যশোর): যশোরের শার্শা সীমান্তের সেতাই এলাকা থেকে ৬০ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।  

রোববার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে তাদের বাগআঁচড়ার সেতাই এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন- শার্শা উপজেলার পাঁচ ভুলাট গ্রামের মৃত আতাল হকের ছেলে আশানুর মোড়ল (২৪) ও একই এলাকার ফজের আলী শেখের ছেলে আলমগীর হোসেন (২০)।

শার্শা উপজেলার বাগআঁচড়া ফাড়ির ইনচার্জ উওম বিশ্বাস বাংলানিউজকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে বাগআঁচড়ার সেতাই এলাকা ৬০ বোতল ফেনসিডিলসহ ওই দুই যুবককে আটক করা হয়। আটকদের নামে বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর আদালতে সোপর্দ করা হবে।


বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।