ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পাঁচ তারকা হোটেল নির্মাণের প্রতিবাদে ম্রো জনগোষ্ঠীর লংমার্চ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২১
পাঁচ তারকা হোটেল নির্মাণের প্রতিবাদে ম্রো জনগোষ্ঠীর লংমার্চ ম্রো জনগোষ্ঠীর লংমার্চ। ছবি: বাংলানিউজ

বান্দরবান: বান্দরবানের নাইতং পাহাড়ের কাপ্রু পাড়া এলাকায় পাঁচ তারকা হোটেল নির্মাণের প্রতিবাদে ক্ষুদ্র নৃগোষ্টির ম্রো সম্প্রদায়ের জনসাধারণ ৩০ কিলোমিটার লংমার্চ করেছে।

রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় লংমার্চটি বান্দরবানের চিম্বুক এলাকার রামরি পাড়া থেকে শুরু হয়ে দুপুর ২.৩০মিনিটে বান্দরবান শহরের রাজার মাঠে গিয়ে শেষ হয়।

পরে সেখানে একটি বিক্ষোভ সমাবেশ করে।

লংমার্চে ম্রো জনগোষ্ঠীর সহস্রাধিক নারী-পুরুষ ব্যানার ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণ করে এবং বান্দরবানের নাইতং পাহাড়ের কাপ্রু পাড়া এলাকায় পাঁচ তারকা হোটেল নির্মাণের প্রতিবাদ জানান। বান্দরবানের চিম্বুক পাহাড় ছাড়াও বিভিন্ন জায়গা থেকে আসা ম্রো জনগোষ্ঠীর জনসাধারণ এতে অংশ নেয়, লংমার্চে ম্রো সম্প্রদায় তাদের ঐতিহ্যবাহী বাঁশের বাঁশি বাজিয়ে তাদের এলাকায় আধুনিক হোটেল নির্মাণের প্রতিবাদ জানায়।

এসময় বক্তারা বলেন, বান্দরবানের নাইতং পাহাড়ের কাপ্রু পাড়া এলাকায় পাঁচ তারকা হোটেল নির্মাণ করা হলে ক্ষুদ্র নৃগোষ্ঠির ম্রো সম্প্রদায় ক্ষতিগ্রস্থ হবে এবং তারা তাদের জমি থেকে উচ্ছেদ হয়ে যাবে।

পাহাড়ের সৌন্দর্য্য নষ্ট না করে পাহাড়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সুন্দরভাবে বসবাসের জন্য পাঁচ তারকা হোটেল নির্মাণ বন্ধ রাখার জন্য সরকারের কাছে দাবি জানায়।

উল্লেখ্য, বান্দরবানের নীলগীরি’র নাইতং পাহাড় এলাকার চন্দ্র পাহাড় নামক স্থানে সিকদার গ্রুপ নামে একটি প্রতিষ্ঠান পাঁচ তারকা মানের হোটেল তৈরি করার কাজ শুরু করেছে, আর ম্রো জনগোষ্ঠী জনসাধারণ শুরু থেকেই তাদের জমি দখলের অভিযোগসহ বিভিন্ন কারণ দেখিয়ে এই পাঁচ তারকা মানের হোটেল বন্ধের প্রতিবাদ জানিয়ে আসছে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।