ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

দুদক চেয়ারম্যান-কমিশনার নিয়োগে সার্চ কমিটির বৈঠক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২১
দুদক চেয়ারম্যান-কমিশনার নিয়োগে সার্চ কমিটির বৈঠক

ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে গঠিত বাছাই (সার্চ) কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০৭ ফেব্রুয়ারি) বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রায় ৪০ মিনিট ব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিসহ সদস্যরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

গত ২৮ জানুয়ারি এ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে সভাপতি করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন— হাইকোর্ট বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান সোহরাব হোসাইন ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইয়া।

দুদকের বর্তমান চেয়ারম্যান ইকবাল মাহমুদ ও কমিশনার এএফএম আমিনুল ইসলামের চাকরির মেয়াদ আগামী মার্চ মাসে শেষ হচ্ছে। তাই দুই জন কমিশনার নিয়োগে বাছাইয়ের জন্য এ কমিটি গঠন করা হয়।

বাছাই কমিটি প্রতিটি শূন্য পদের বিপরীতে দুইজন ব্যক্তির নামের তালিকা প্রণয়ন করে নিয়োগের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠাবেন। এ কমিটিকে সাচিবিক সহায়তা দিচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২১
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।