ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সাভারের রোহান হত্যার ঘটনায় মামলা

সাভার করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২১
সাভারের রোহান হত্যার ঘটনায় মামলা

সাভার (ঢাকা): সাভারের ব্যাংক কলোনি এলাকায় রোহানুর ইসলাম রোহান (১৮) নামে এক যুবককে হত্যার ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা  আরও ১০/১৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।  

রোববার (০৭ ফেব্রুয়ারি) রাতে সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেন নিহত রোহানের বাবা আব্দুস সোবাহান।

 

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি, তদন্ত) সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন,  রাতে রোহানের বাবা আব্দুস সোবহান বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ১০/১৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এ ঘটনায় এ পর্যন্ত হৃদয় নামে এক কিশোরকে আটক করা হয়েছে। সোমবার তাকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করা হবে।  

শনিবার (০৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে সাভারের ব্যাংক কলোনি এলাকার মুড়ি মটকা রেস্তোরাঁর সামনে রোহানকে ছুরিকাঘাত করে হত্যা করে হৃদয়সহ কয়েকজন কিশোর। পরে রাতেই হৃদয়কে আটক করে পুলিশ।  

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।