ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রাজউকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফি উল হক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২১
রাজউকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফি উল হক

ঢাকা: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন রাজউকের সদস্য (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) মো. শফি উল হক।  

সোমবার (০৮ ফেব্রুয়ারি) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের (প্রশাসন-৬) উপসচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত এক অফিস আদেশে শফি উল হককে চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সদ্যবিদায়ী চেয়ারম্যান মোহাম্মদ সাঈদ নূর আলম অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান। তার জায়গায় নতুন চেয়ারম্যান নিয়োগ না দেওয়া পর্যন্ত রাজউকের সদস্য (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) মো. শফি উল হককে চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

আফিস আদেশে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ০৩ ফেব্রুয়ারি এক আদেশের প্রেক্ষিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগ না দেওয়া পর্যন্ত রাজউকের সদস্য (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) মো. শফি উল হককে দায়িত্বের অতিরিক্ত হিসাবে চেয়াম্যানের রুটিন দায়িত্ব দেওয়া হলো।

উল্লেখ্য, গত বছরের ১২ জানুয়ারি রাজউকের সদস্য হিসেবে দায়িত্ব পালনের সময় চেয়ারম্যান হিসাবে নিয়োগ পান সাঈদ নূর আলম। অবসরে যাওয়ার সুবিধার্থে অতিরিক্ত সচিব পদমর্যাদার এই কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করে গত বুধবার (৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়। পরে ০৪ ফেব্রুয়ারি অবসরে যান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২১
জিসিজি/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।