ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

শিবচরে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২১
শিবচরে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত প্রতীকী ছবি

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরে একটি ড্রাম ট্রাকের (মাটি পরিবহনের) চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক।

 

সোমবার (০৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার দত্তপাড়া ইউনিয়নের সূর্যনগর সংলগ্ন গুপ্তেরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- ফরিদপুরের সদরপুর উপজেলার চর মানাইর এলাকার খালেক বাংগীর ছেলে আয়নাল হোসেন (৪৫) ও সামছু বাংগীর ছেলে আমির হোসেন (২২)।

শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় উপজেলার দত্তপাড়া ইউনিয়নের সূর্যনগর সংলগ্ন গুপ্তেরকান্দি এলাকায় এক্সপ্রেসওয়েতে ভাঙ্গাগামী একটি মোটরসাইকেলকে চাপা দেয় পাঁচ্চরগামী একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল চালক মো. সালাহউদ্দিনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।