ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় প্রতিপক্ষের হামলায় ৬ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২১
বগুড়ায় প্রতিপক্ষের হামলায় ৬ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু

বগুড়া: বগুড়ার সোনাতলা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় হাউসী বেগম (২৪) নামে ছয় মাসের এক অন্তঃসত্ত্বার মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক নারীকে আটক করেছে পুলিশ।

হাউসী বেগম উপজেলার জোড়গাছা ইউনিয়নের মধ্য দিঘলকান্দী গ্রামের রঞ্জু মিয়ার স্ত্রী।

সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধী অবস্থায় তার মৃত্যু হয়।

এছাড়া হামলায় চারজন আহত হয়েছেন। তারা হলেন-ইব্রাহীম, আব্দুল কাদের, জরিনা বিবি ও রজিনা বেগম। তারা স্থানীয় ও শজিমেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জোড়গাছা ইউনিয়নের মধ্য দিঘলকান্দী গ্রামের মৃত জবেদালী প্রামাণিকের ছেলে ইব্রাহিম হোসেনের সঙ্গে একই গ্রামের মৃত ছামেদ আলীর ছেলে নান্নু আকন্দের জমি নিয়ে বিরোধ চলছিলো। এরই সূত্র ধরে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নান্নু আকন্দ ও তার লোকজন বিরোধপূর্ণ জমিটি দখল করতে যায়। এসময় রঞ্জু মিয়ার ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে দেখে প্রতিপক্ষরা তার ওপর হামলা চালায়। গুরুতর আহতাবস্থায় ওই গৃহবধূকে শজিমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ২টার মৃত ঘোষণা করেন।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম রেজা জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ শজিমেক হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২১
কেইউএ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।