ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

দুর্ঘটনায় সন্তানসহ স্কুলশিক্ষিকা নিহত হওয়ার ঘটনায় মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২১
দুর্ঘটনায় সন্তানসহ স্কুলশিক্ষিকা নিহত হওয়ার ঘটনায় মানববন্ধন মানববন্ধন। ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই সন্তানসহ স্কুল শিক্ষিকা ইফরাত সুলতানা নিহত হওয়ার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে প্রাথমিক শিক্ষা পরিবার।  

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে শহরের বাজার স্টেশন এলাকায় প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

সড়ক দুর্ঘটনায় সন্তানসহ শিক্ষিকা নিহত হওয়ার ঘটনাকে হত্যাকাণ্ড উল্লেখ করে বক্তারা বলেন, আমরা শিক্ষক, জ্ঞান বিতরণ করি। আমরা এভাবে রাস্তায় কুকুরের মতো মরতে চাই না। মর্মান্তিক একটি সড়ক দুর্ঘটনায় একটি পরিবার আজ সর্বস্ব হারিয়েছে। তাই বাধ্য হয়ে শিক্ষক সমাজ রাস্তায় এসে দাঁড়িয়েছে। অপরিকল্পিত সড়ক ব্যবস্থাপনা ও বেপরোয়া গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এটি কোনো দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড। আমরা অবিলম্বে এ ঘটনার বিচারের দাবি জানাচ্ছি।  

মানববন্ধনে বক্তব্য দেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আজহারুল ইসলাম, প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি উদয় কুমার পাল, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান ভূঞা, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আমিনূর ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদ রানা, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমাজ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আশীষ কুমার ঘোষ, সাধারণ সম্পাদক কে এম ছানোয়ার হোসেন, বেসরকারি কলেজ শিক্ষক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আসলাম উদ্দিন, দুর্ঘটনায় নিহত স্কুল শিক্ষিকা ইফরাত সুলতানার বড় ভাই সালেহীন ও স্বামী মাসুদ রহমান।

মানববন্ধনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক, সেতু ও পরিবহনমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।  

রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর কালাচাঁদ মোড় এলাকায় বাস ও ট্রাকের মাঝখানে চাপা পড়ে রিকশা আরোহী স্কুল শিক্ষিকা ইফরাত সুলতানা (৩৮), তার ছেলে মাশবুবুর রহমান ওয়াদী (১২) ও মেয়ে সোয়াইবা রহমান (৬) নিহত হন।  

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।