ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

গলায় বড়ইয়ের আঁটি আটকে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২১
গলায় বড়ইয়ের আঁটি আটকে শিশুর মৃত্যু

মাগুরা: মাগুরার শালিখায় কুলবরই খেতে গিয়ে আঁটি গলায় আটকে সিনথিয়া খাতুন নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) শালিখা উপজেলার আড়পাড়া সদরের পোড়াগাছি এলাকায় এ ঘটনা ঘটে।

সিনথিয়া ওই গ্রামের জামাল উদ্দীনের মেয়ে।

শিশুটির বাবা জামাল উদ্দীন বাংলানিউজকে জানান, সিনথিয়া সহপাঠীদের সঙ্গে খেলার সময় বাড়ির পাশের বাগানের গাছ থেকে কুলবরই খায়। বরই খেতে গিয়ে আঁটি শ্বাসনালীতে আটকে গিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় সিনথিয়ার। গুরুতর অসুস্থ অবস্থায় সিনথিয়াকে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর ডা. উজ্জ্বল বিশ্বাস মৃত ঘোষণা করেন।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।