ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ২ ইটভাটা উচ্ছেদ, ৯ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২১
নারায়ণগঞ্জে ২ ইটভাটা উচ্ছেদ, ৯ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে দুটি ইটভাটা বন্ধ ও ৯ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর, পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বিত টিম।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জের উপপরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসন নারায়ণগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা আক্তার ও মানজুরা মোশারফের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সমন্বয়ে গঠিত একটি টিম সদর উপজেলার ফতুল্লার পাগলা ধোপাতিতা এলাকায় মো. নূরুল ইসলামের মালিকানাধীন মেসার্স আব্দুল্লাহ ব্রিকস সাপ্লাইয়ার্স-১ ও মেসার্স আব্দুল্লাহ ব্রিকস সাপ্লাইয়ার্স-২ নামক ২টি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মেসার্স আব্দুল্লাহ ব্রিকস সাপ্লাইয়ার্স-২ এর কিলন স্কেভেটরের সাহায্যে সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে এবং ফায়ার সার্ভিসের মাধ্যমে উভয় ইটভাটার আগুন নিভিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া মেসার্স আব্দুল্লাহ ব্রিকস সাপ্লাইয়ার্স-১ থেকে ৫ লাখ টাকা এবং মেসার্স আব্দুল্লাহ ব্রিকস সাপ্লাইয়ার্স-২ থেকে ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং আগামী ১৫ দিনের মধ্যে চিমনি অপসারণসহ ইটভাটার সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ইটভাটাগুলি পরিবেশগত ছাড়পত্র ছাড়া আবাসিক এলাকা, রেললাইন ও শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন স্থানে পরিচালিত হচ্ছিল। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এর ৮ এর (১) ও ৮ এর ৩ (ঙ) ধারা লংঘনের কারণে অবৈধ ইটভাটাগুলিতে অভিযান পরিচালনা করা হয়েছে।

মোবাইল কোর্টে সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২১
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।