ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মুক্তিযুদ্ধের সংগঠক বদিউল আলমের ১৮তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২১
মুক্তিযুদ্ধের সংগঠক বদিউল আলমের ১৮তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট বদিউল আলম

ঢাকা: মুক্তিযুদ্ধের সংগঠক, প্রবীণ রাজনীতিবিদ এবং বরেণ্য আইনজীবী অ্যাডভোকেট বদিউল আলমের ১৮তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি)।

১৯২৬ সালে চন্দনাইশ থানার ফতেহনগর গ্রামে শিকদার পরিবারে জন্ম গ্রহণ করেন অ্যাডভোকেট বদিউল আলম।

তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৪৬ সালে গ্রাজুয়েশন সম্পন্ন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে এল.এল.বি ডিগ্রি অর্জন করেন। তিনি মুক্তিযুদ্ধকালীন চট্রগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি ও পরবর্তীতে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)- এর চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতির দায়িত্ব পালন করেন।

মুক্তিযুদ্ধ পরবর্তীতে ১৯৭২ সালে তিনি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি ও ১৯৮১ সালে সভাপতি পদে দায়িত্ব পালন করেন। বঙ্গবন্ধু ল’টেম্পলে (আইন কলেজ) তিনি কয়েক বছর অবৈতনিক শিক্ষকের দায়িত্ব পালন করেন।

তিনি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, জাতীয় যক্ষা নিরোধ সমিতি, মুসলিম এডুকেশন সোসাইটি, চট্টগ্রাম অর্পণা চরণ গার্লস হাই স্কুল পরিচালনা কমিটি, পটিয়া কলেজ অর্গানাইজিং কমিটি, কদম মোবারক মুসলিম এতিম খানাসহ বিভিন্ন সমাজকল্যাণমূলক সংস্থার আজীবন সদস্য ছিলেন। এছাড়া নিজ গ্রাম ফতেহনগরে ব্যক্তিগত উদ্যোগে তিনি শরীফুন্নেসা নজির উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও একটি প্রাইমারি স্কুল, একটি মাদ্রাসা ও তৎসংলগ্ন একটি লাইব্রেরি প্রতিষ্ঠা করেন। এ উপলক্ষে ‘অ্যাডভোকেট বদিউল আলম স্মৃতি পরিষদ’ চন্দনাইশে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।