ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে ২ মুড়ি কারখানার মালিককে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২১
রংপুরে ২ মুড়ি কারখানার মালিককে জরিমানা

রংপুর: রংপুরে অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরির দায়ে দুইটি কারখানার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে রংপুরের মাহিগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা জানান, বিএসটিআই ও মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে মাহিগঞ্জ এলাকায় অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশের দুইটি মুড়ি তৈরির কারখানার খবর পাওয়া যায়। ফলে কারখানার মালিক দুটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ভবিষ্যতে এ ধরনের অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি না করার অঙ্গীকার করেন কারখানা মালিকরা।

সাধারণ মানুষের নিরাপদ খাদ্যপণ্য নিশ্চিত ও জনস্বাস্থ্যের জন্য হুমকির বিরুদ্ধে জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানে বিএসটিআইয়ের ফিল্ড অফিসার ইবাদত মানিক ও মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।