ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

নবাবগঞ্জে আরো দুই খাল পুনঃখননের উদ্বোধন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
নবাবগঞ্জে আরো দুই খাল পুনঃখননের উদ্বোধন ছবি: বাংলানিউজ

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ইউনিয়নের বড়নগর খাল ও কৈলাইল ইউনিয়নের মালিবাড়ী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।  

মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে কলাকোপা বড়নগর জামে মসজিদের সামনে আনুষ্ঠানিকভাবে বড়নগর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থেকে দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন এর উদ্বোধন করেন।  

এই প্রকল্পটি ২৬ লাখ টাকা ব্যয়ে আড়াই কিলোমিটার খালের পুনঃখনন কাজ করা হবে। কৃষি মন্ত্রণালয়ের অধীনস্ত বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) এ প্রকল্পগুলো বাস্তবায়ন করছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএডিসি বৃহত্তর ঢাকা জেলা সেচ এলাকার প্রকল্প পরিচালক প্রকৌশলী পরিতোষ কুমার কুণ্ডু। বিশেষ অতিথি ছিলেন বিএডিসি ঢাকা রিজিয়নের নির্বাহী প্রকৌশলী (সওকা) মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম, কলাকোপা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিল প্রমুখ।

অন্যদিকে, একই উপজেলায় দুপুরের দিকে কৈলাইল ইউনিয়নের মালিবাড়ী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম সালাউদ্দীন মনজু। বিশেষ অতিথি ছিলেন কৈলাইল ইউপি চেয়ারম্যান মো. পান্নু মিয়া। সভাপতিত্ব করেন বিএডিসি ঢাকা রিজিয়নের সওকা প্রকৌশলী মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম। এ প্রকল্পটি ৩৪ লাখ টাকা ব্যয়ে ২ দশমিক ৮ কিলোমিটার খালের পুনঃখনন কাজ করা হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুরাদ খান, সাংগঠনিক সম্পাদক মো. পলাশ, কলাকোপা ইউপি সচিব মো. গোলাম মোস্তফা, সদস্য খন্দকার আবুল আরিফ হিটু, মো. বজলুর রহমান, কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দীন প্রমুখ।

এর আগে গত ২৮ জানুয়ারি যন্ত্রাইল ইউনিয়নের ছোট গোবিন্দপুর ও নবগ্রাম ২ কিলোটার ভরাট খালের  পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়। এনিয়ে এ উপজেলায় তিনটি খাল পুনঃখননের কাজ উদ্বোধন করা হলো।  

বাংলাদেশ সময়: ০৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।