ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

দামুড়হুদায় ট্রাকচাপায় প্রাণ গেল রেলইয়ার্ড শ্রমিকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
দামুড়হুদায় ট্রাকচাপায় প্রাণ গেল রেলইয়ার্ড শ্রমিকের দুর্ঘটনাকবলিত স্থান

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় ট্রাকের ধাক্কা খেয়ে রেল ওয়াগনে পিষ্ট হয়ে সাজু আহমেদ (২৩) নামে এক রেলইয়ার্ড শ্রমিক নিহত হয়েছেন।  

বুধবার (১০ ফেব্রুয়ারি) সকালে দর্শনা রেলবন্দরের রেলইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দর্শনা রেলইয়ার্ডে ভারত থেকে আসা মালবাহী ট্রেন থেকে সাজুসহ কয়েকজন শ্রমিক মাল আনলোডের কাজ করছিলেন। এর মধ্যে লতিফ টেডার্সের একটি ট্রাকে (ঢাকা মেট্রো ১৩-৫৩৪৩) মাল লোড করছিলেন অন্য শ্রমিকরা। একপর্যায়ে ট্রাকে মাল লোড করার পর ট্রাকটি পেছনে নেওয়া হয়। এসময় ট্রাকের ধাক্কা খেয়ে মালবাহী ট্রেনের মাঝখানে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান সাজু।

দর্শনা থানার উপ পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, ট্রাক ও মালবাহী ট্রেনের চাপে আঘাতপ্রাপ্ত হয় সাজু। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের অভিযোগ, লতিফ টেডার্সের ট্রাকটি হেলপার চালাচ্ছিল। তাই না বুঝে ট্রাক পেছাতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।