ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

আনসারুল্লাহ বাংলা টিমের দুই সক্রিয় সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
আনসারুল্লাহ বাংলা টিমের দুই সক্রিয় সদস্য আটক

ঢাকা: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) অন্যতম দুই সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

আটকরা হলেন- মাে. হিজবুল্লাহ মিয়া ওরফে মো. রাসেল আহমেদ (২২) ও মো. নুরুল আলম।

তারা ‘এ শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী' নামে টেলিগ্রাম গ্রুপ খুলে সংগঠনের কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) নরসিংদী ও নারায়ণগঞ্জ এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দু’টি মােবাইল, দু’টি মেমােরি কার্ড, চারটি সিমকার্ড ও সাতটি উগ্রবাদী বই জব্দ করা হয়েছে।

এটিইউর সহকারী পুলিশ সুপার (এএসপি-মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) ওয়াহিদা পারভীন জানান, মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদীর রায়পুরা থানা এলাকায় অভিযান চালিয়ে মাে. হিজবুল্লাহ মিয়া ওরফে মো. রাসেল আহমেদকে আটক করা হয়। পরে রাতে নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় অভিযান পরিচালনা করে অপর সদস্য মাে. নুরুল আলমকে আটক করা হয়।

আটক হিজবুল্লাহ মিয়া টেলিগ্রাম গ্রুপে ‘এ শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী’ খুলে নিজে পরিচালনা করত। পরবর্তীতে সে আরও সদস্যদের ওই গ্রুপের অ্যাডমিন হিসেবে যােগ করেন। তাদের মধ্যে মাে. নুরুল আলম অন্যতম। ওই গ্রুপের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আটকরা ‘গাজওয়াতুল হিন্দ’ প্রতিষ্ঠার লক্ষ্যে অনলাইনে জঙ্গিবাদ প্রচারণাসহ রাষ্ট্রবিরােধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করার উদ্দেশ্য দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

তারা সাধারণ মানুষের মধ্যে ধর্মীয় উগ্রবাদী মতাদর্শ প্রচার ও আতঙ্ক সৃষ্টির মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নাশকতার জন্য পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রস্তুতি নেওয়ার জন্য সিকিউরড গ্রুপ খুলে নিজেদের মধ্যে যোগাযোগ চালিয়ে যাচ্ছিলেন। তারা ধর্মীয় সংগঠনের সদস্যসহ, বিভিন্ন রাজনৈতিক নেতাদের টাগের্ট কিলিংয়ের পরিকল্পনা করছিলেন বলে তাদের গ্রুপ চ্যাটিং থেকে পাওয়া যায়।

তাদের বিরুদ্ধে নরসিংদীর রায়পুরা থানায় সন্ত্রাসবিরােধী আইনে একটি মামলা (নং-৬) দায়ের করা হয়েছে বলেও জানান এএসপি ওয়াহিদা পারভীন।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
পিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।