ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

টিকা নিলেন আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
টিকা নিলেন আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক

রাজশাহী: করোনার টিকা নিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মো. আবু কালাম সিদ্দিক।

বুধবার (১০ ফেব্রুয়ার) সকালে রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতালে তিনি টিকা নেন।

পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফোর্সের সদস্যরাও কোভিড-১৯ এর টিকা নেন।

এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার উপস্থিত সব পুলিশ কর্মকর্তা ও সদস্যদের নির্ভয়ে করোনা টিকা নেওয়ার পরামর্শ দেন এবং করোনা টিকা গ্রহণের ব্যাপার উদ্বুদ্ধ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর) নরশীদুল হাসান।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস বাংলানিউজকে জানান, বুধবার টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ২২৫ জন, এরমধ্যে ১৮০ জনকে দেওয়া হয়েছে। এখনও টিকা দেওয়া অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।