ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সাভারের সেই ভাঙা সেতুতে যান চলাচল শুরু

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
সাভারের সেই ভাঙা সেতুতে যান চলাচল শুরু

সাভার (ঢাকা): সাভারের আমিনবাজার এলাকায় সেই সালেহপুর সেতু ভাঙনের ২৮ দিনপর সংস্কার শেষে আবারও যানবাহন চলাচল শুরু করেছে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুর থেকে ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর সেতুর ঢাকাগামী লেনটিতে সব ধরনের যানবাহন চলাচলে অনুমতি দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।

সড়ক ও জনপথ বিভাগের (সওজ) ঢাকার নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ শামীম আল-মামুন বাংলানিউজকে বলেন, গত ১৩ জানুয়ারি সেতুতে ফাটল দেখা দেওয়ার পর ওইদিন দুপুর থেকেই ঢাকাগামী লেনে যানচলাচল বন্ধ ঘোষণা করা হয়। আমরা প্রথমে চার সপ্তাহ সময় চেয়েছিলাম সংস্কারের জন্য। কিন্তু খুব দ্রুত আমরা সেতুটি সংস্কার করতে পেরেছি। আজ থেকে সব ধরনের যানবাহন এই সেতুতে দিয়ে চলাচল করতে পারবে।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।