ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে পাতা কাটতে গিয়ে গাছ চাপায় নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২১
মেহেরপুরে পাতা কাটতে গিয়ে গাছ চাপায় নারীর মৃত্যু

মেহেরপুর: ছাগলের জন্য কাঁঠালের পাতা আনতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে নছিরন নেছা (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

নিহত নছিরন নেছা গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের কড়ুইগাছি পাড়া এলাকার আব্দুল খালেকের স্ত্রী।  

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সাহারবাটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আব্দুল কুদ্দুছের স্ত্রী সাহেরা খাতুন ও তাজুল ইসলাম আহত হয়েছেন। এদের মধ্যে সাহেরা খাতুনকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ও তাজুল ইসলামকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

স্থানীয়রা জানান, সাহারবাটি তাজুল ইসলাম সাহারবাটি মাঠে কাঁঠাল গাছ কাটছিলেন। এসময় নছিরন নেছা, সাহেরা খাতুনসহ অন্যরা পাতা নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। গাছ কাটা হয়ে গেলে অসাবধানতা বসত হতাহতদের গায়ের উপর পড়ে মারাত্মক আহত হন। আহতদের উদ্ধার করে গাংনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রুমা নছিরনকে মৃত ঘোষণা করেন। সাহেরা খাতুনের অবস্থা খারাপ হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গাংনী থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) হাবীবুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে গাংনী থানায় নেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।