ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

‘আমরা মেয়েরা বলছি’ এর সমন্বয় ও উপদেষ্টা কমিটি ঘোষণা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২১
‘আমরা মেয়েরা বলছি’ এর সমন্বয় ও উপদেষ্টা কমিটি ঘোষণা

ঢাকা: ‘প্রতিবাদ ও প্রতিরোধে অটুট অবিচল’ - এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেসরকারি প্রতিষ্ঠান ব্র‍্যান্ড কনসোর্টিয়াম এর উদ্যোগে এবং বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর সহযোগিতায় ‘আমরা মেয়েরা বলছি’ প্ল্যাটফর্মের সাংঠনিক সমন্বয় ও উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়েছে।  

ব্র‍্যান্ড কনসোর্টিয়াম এর সিইও শাখাওয়াৎ আলম রনোকে আহ্বায়ক ও মুখ্য সমন্বয়ক করে সাত সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি এবং ১৪ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।

দেশব্যাপী নারী নির্যাতন প্রতিরোধ ও সর্বক্ষেত্রে নারীর নিরাপত্তা এবং হয়রানি নির্মূলের লক্ষ্যে গত বছরের ০৩ ডিসেম্বর ঢাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সভাকক্ষে ‘আমরা মেয়েরা বলছি’ প্ল্যাটফর্মটি তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে।

‘আমরা মেয়েরা বলছি’- এর সমন্বয় ও আয়োজক কমিটির মধ্যে আরও রয়েছে ব্র‍্যান্ড কনসোর্টিয়াম এর চিফ ক্রিয়েটিভ অফিসার সায়মা বিবি (জেনারেল সেক্রেটারি) এবং এলজিইডি মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়ের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফারজানা ইব্রাহিম (অর্গানাইজিং সেক্রেটারি)।

‘আমরা মেয়েরা বলছি’ -এর উপদেষ্টা কমিটিতে যারা রয়েছেন তারা হলেন, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ শাহ' লা শরাফৎ নিজাদ (লিগ্যাল কাউন্সেলিং ও অ্যাডভোকেসি বিষয়ক উপদেষ্টা), ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর ডেপুটি কমিশনার (ফাইন্যান্স) শ্যামল মুখার্জি (আইন-শৃঙ্খলা, ইমার্জেন্সি সাপোর্ট সিস্টেম অ্যান্ড রুট লেভেল ইম্পলিমেন্ট বিষয়ক উপদেষ্টা), বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর অ্যাডভোকেট শারমিন জাহান (লিগাল অ্যান্ড জুডিসিয়ারি বিষয়ক উপদেষ্টা), বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর অ্যাডভোকেট সেলিনা চৌধুরী (লিগাল ও জুডিসিয়ারি বিষয়ক উপদেষ্টা), ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের হাউজ টিউটর অ্যাসোসিয়েট প্রফেসর সামশাদ নওরীণ (ওমেন অ্যাওয়ার্নেস অ্যান্ড এম্পাওয়ার্মেন্ট ইন এডুকেশন সিস্টেম বিষয়ক উপদেষ্টা) ও ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের অ্যাসিস্ট্যান্ট টিচার নায়মা আফরোজ (টিনএজ অ্যান্ড চিল্ড্রেন অ্যাওয়ার্নেস অ্যান্ড এম্পাওয়ার্মেন্ট ইন এডুকেশন সিস্টেম বিষয়ক উপদেষ্টা)।

আমরা মেয়েরা বলছি প্ল্যাটফর্মের উপদেষ্টা কমিটিতে আরও আছেন ডিএমপি, মিরপুর ডিভিশনের দারুস সালাম জোনের অ্যাডিশনাল ডেপুটি কমিশনার মাহমুদা আফরোজ লাকি (ল' এনফোর্সমেন্ট কো-অর্ডিনেশন উপদেষ্টা), ডিএমপি-র অ্যান্টি টেরোরিজম ইউনিট - এর সাইবার ক্রাইম ডিভিশনের অ্যাডিশনাল ডেপুটি কমিশনার নাজমুল হাসান (সাইবার ক্রাইম প্রিভেনশন অ্যান্ড ডিজিটাল সিকিউরিটি বিষয়ক উপদেষ্টা), সেবা এক্সওয়াইজেড লিমিটেড-এর সিইও আদনান ইমতিয়াজ হালিম (ইনোভেশন ইন উইমেন অ্যাম্পাওয়ার্মেন্ট বিষয়ক উপদেষ্টা), এসএসডি-টেক এর হেড অব কর্পোরেট বিজনেস নাহিদা আক্তার (ক্যারিয়ার, কর্পোরেট অ্যান্ড ওয়ার্কপ্লেস এনভার্নমেন্ট বিষয়ক উপদেষ্টা), উইমেন অ্যান্ড ইকমার্স প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা (উইমেন এম্পাওয়ার্মেন্ট বিষয়ক উপদেষ্টা), ব্লক বি সলিশন এর সিইও রাহাতুল্লাহ চৌধুরি (সিকিউরিটি সার্ভায়েলেন্স বিষয়ক উপদেষ্টা) এবং স্মার্টেক্স লিমিটেডের ডাইরেক্টর ও সিওও মারিয়াম জামান (ফিন্যান্সিয়াল স্ট্যাবিলাইজেশন অ্যান্ড ফান্ডিং অ্যাডভোকেসি বিষয়ক উপদেষ্টা)।  

‘আমরা মেয়েরা বলছি’ - এর আহ্বায়ক ও মুখ্য সমন্বয়ক শাখাওয়াৎ আলম রনো জানান, ইতোমধ্যে দেশব্যাপী এ প্ল্যাটফর্ম তাদের সাংগঠনিক তৎপরতা শুরু করেছে এবং 'আমরা মেয়েরা বলছি' ফেসবুক পেইজ ও হটলাইনের মাধ্যমে তাৎক্ষণিক অভিযোগ গ্রহণ ও সমাধানে সংশ্লিষ্ট সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও বিভাগের সঙ্গে কাজ করতে শুরু করেছে। ঢাকার মিরপুর এবং মহাখালী ডিওএইচএস এর দু'টি অফিস থেকে ২৪ ঘণ্টা কাজ করে চলেছে ‘আমরা মেয়েরা বলছি’।  

শাখাওয়াৎ আলম রনো আরও জানান ‘আমরা মেয়েরা বলছি’ সেবা কার্যক্রমকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর মত জনপ্রিয় মিডিয়ার সচেতনতামূলক তথ্য পরিবেশনের পাশাপাশি প্ল্যাটফর্মটিকে আরও শক্তিশালী ও সর্বসাধারণের নাগালে সহজতর করে আনতে প্রয়োজনীয় সংখ্যক কল সেন্টার ম্যানেজার ও প্রযুক্তিগত বিভিন্ন উন্নয়নের জন্য ইতোমধ্যেই বিভিন্ন সংস্থা ও বিশেষজ্ঞদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।