ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কুলাউড়ায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২১
কুলাউড়ায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত লাইটচ্যুত ট্রেন। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলার ভাটেরা এলাকায় একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। তবে ট্রেন চলাচল বিকল্পভাবে চালু রয়েছে।


 
শনিবার (১৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী ট্রেনটি দুপুর ২টার দিকে ভাটেরা সিগনাল এলাকায় পৌঁছার পর একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়।

সিলেট রেলওয়ে স্টেশন ব্যবস্থাপক খলিলুর রহমান বাংলানিউজকে বলেন, চট্রগ্রাম থেকে আসা তেলবাহী ট্রেনের একটি ওয়াগনের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। তবে উদ্ধারে কাজ চলছে। দুর্ঘটনার কারণে সিলেট থেকে পৌনে ৪টায় ঢাকার উদ্দেশ্যে আন্ত:নগর পারাবত এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা থাকলেও এখনো সিলেট রেলওয়ে স্টেশনে রয়েছে। ট্রেনটি উদ্ধারের পর পারাবতসহ অন্য ট্রেনগুলো গন্তব্যের উদ্দেশ্যে চালানো হবে।

কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার মুহিব উদ্দিন আহমদ বাংলানিউজকে বলেন, লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারের জন্য কুলাউড়া স্টেশন থেকে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। ট্রেন লাইনচ্যুত হলেও বিকল্পভাবে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছি।

এর আগে বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ও বিয়ালীবাজারের মধ্যখানে গুতিগাঁও এলাকায় চট্রগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়। এতে ট্রেনের ২০টি ওয়াগনের ১০টি লাইনচ্যুত হয়ে রেল লাইনের পাশে পড়ে যায়। ফলে ট্যাঙ্কলরিতে থাকা জ্বালানি ছড়িয়ে ছিটিয়ে পড়ে। পরবর্তীতে প্রায় ৩০ ঘণ্টা চেষ্টার পর রেল যোগাযোগ স্বাভাবিক করা হয়।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ১৩ ফেব্রুয়ারি, ২০২১
বিবিবি/এনইউ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।