ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় দাবি না মানলে ৮ মার্চ থেকে পরিবহন কর্মবিরতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২১
বগুড়ায় দাবি না মানলে ৮ মার্চ থেকে পরিবহন কর্মবিরতি রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটির প্রতিবাদ সভা

বগুড়া: বগুড়ায় দাবি না মানলে আগামী ৮ মার্চ থেকে পরিবহন খাতে কর্মবিরতি ঘোষণা দেওয়া হয়েছে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে শহরতলীর চারমাথা এলাকার একটি হোটেলে রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটির প্রতিবাদ সভায় সংগঠনের কার্যকরী সভাপতি রফিকুল ইসলাম এ ঘোষণা দেন।

বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, সম্প্রতি ‘বগুড়া বাস টার্মিনালে হামলার আসামিকে গ্রেফতার, অতিরিক্ত জেলা প্রশাসককে অপসারণ এবং মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের ওপর মামলা তুলে না নিলে ৮ মার্চ থেকে লাগাতার কর্মবিরতি পালন করা হবে। ’

এর আগে বগুড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বগুড়া জেলা মটর মালিক গ্রুপের দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা হয়। ৯১ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে ৪৭৫ জনকে।

এর মধ্যে একটি মামলার বাদী পুলিশ পরিদর্শক মো. নান্নু খান, অপর একটির বাদী সদর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও মোটর মালিক গ্রুপের সর্বশেষ কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম। অন্যটির বাদী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহনের ভাই মশিউল আলম। এ বিষয়ে শনিবার দুপুরে বৈঠকে বসেন রাজশাহী বিভাগের মালিক ও শ্রমিক নেতারা।

বহিরাগত চিহ্নিত সন্ত্রাসীদের মাধ্যমে অবৈধভাবে বগুড়া মোটর মালিক গ্রুপের কার্যালয় ও বাস টার্মিনাল দখল এবং নির্বাচিত কমিটিকে উৎখাতের চেষ্টাকারীদের গ্রেফতার দাবি করা হয় সভা থেকে। একই সঙ্গে সেদিনের হামলায় অগ্নিসংযোগ, গাড়ি ভাঙচুর এবং মালিক ও শ্রমিকদের ওপর সশস্ত্র হামলাকারীদের বিচারের দাবিও করা হযেছে।

বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের নিয়ন্ত্রণ নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে গত তিন বছর ধরে বিরোধ চলে আসছে। এর মধ্যে এক গ্রুপের নেতৃত্ব দিয়ে আসছে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও জেলা মটর মালিক গ্রুপের সাবেক আহ্বায়ক মঞ্জুরুল আলম মোহন। আরেক গ্রুপে রয়েছেন বগুড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও যুবলীগ লীগ নেতা আমিনুল ইসলাম।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিন বছর আগে বগুড়া জেলা মটর মালিক গ্রুপের একটি নির্বাচন হয়। ওই নির্বাচনে আকতারুজ্জামান ডিউক সভাপতি ও আমিনুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তখন থেকে এ ভোটকে অবৈধ দাবি করে আসছেন মঞ্জুরুল আলম মোহন। তার দাবি, ‘কোনো আইন কানুন না মেনেই নির্বাচন করা হয়েছে। ’ এরপর বিষয়টি আদালতে গড়ায়।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২১
কেইউএ/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।