ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সোনাগাজীতে অবৈধভাবে বালি উত্তোলন, ড্রেজার মেশিন জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২১
সোনাগাজীতে অবৈধভাবে বালি উত্তোলন, ড্রেজার মেশিন জব্দ সোনাগাজীতে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন জব্দ

ফেনী: ফেনীর সোনাগাজীর মুহুরী নদীতে অবৈধভাবে ভ্রাম্যমান ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলনের দায়ে একটি ড্রেজার মেশিন জব্দ ও সাজেদুল ইসলাম নামে এক যুবকের ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সোনাগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. জাকির হোসেন জানান, দীর্ঘদিন যাবৎ একটি সংঘবদ্ধ চক্র বেশ কয়েকটি ভ্রাম্যমাণ ড্রেজার মেশিন দিয়ে মুহুরী নদীতে অবৈধভাবে বালি উত্তোলন করে আসছে।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মেশিনটি জব্দ করা হয় এবং এ কাজে জড়িত থাকার অভিযোগে সাজদুল ইসলাম নামে এক যুবকের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ড্রেজার মেশিন চালক মোহাম্মদ এয়াছিন জানান, ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল হক রিপনের নিয়ন্ত্রণে ড্রেজার মেশিনগুলো দিয়ে বালি তোলা হচ্ছে।

এ ব্যাপারে ফাজিলপুর ইউপি চেয়ারম্যান মজিবুল হক রিপন বলেন, ‘ড্রেজার মেশিনগুলো আমার মালিকানাধীন, তবে অ্যাসিল্যান্ড ভুল করে ধরে ফেলছিলেন। আমার নামে বালু মহল ইজারা রয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২১
এসএইচডি/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।