ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে ইয়াবাসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২১
কিশোরগঞ্জে ইয়াবাসহ যুবক আটক র‌্যাবের হাতে আটক আরজু মিয়া

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল এলাকা থেকে ১৪৬ পিস ইয়াবাসহ আরজু মিয়া (২৮) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার বিএন এম শোভন খান বাংলানিউজকে এ তথ্য জানান।

আটক আরজু ওই এলাকার মো. দুলাল মিয়ার ছেলে।

বিএন এম শোভন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে যশোদল এলাকা থেকে আরজুকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৪৬ পিস ইয়াবা ও ১১শ’ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২১
এসআরএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।