ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে রং করে বিক্রি হচ্ছে মুরগির বাচ্চা

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১
সৈয়দপুরে রং করে বিক্রি হচ্ছে মুরগির বাচ্চা

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে নতুন প্রতারণার ফাঁদ তৈরি করেছেন প্রতারকরা। মুরগির বাচ্চা রং করে বিক্রি করছেন এক প্রতারক চক্র।

এতে করে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার আশংকা করছেন সচেতনমহল।

বাজারে লাল- গোলাপি, হলুদ, সবুজ নানা রঙের মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে। এগুলো অন্য কোনো জাতের মুরগি নয়। লেয়ার জাতের মুরগির বাচ্চা। সাধারণ মুরগির বাচ্চা প্রতিটি ৩০ থেকে ৩৫ টাকা বিক্রি হলেও রং করা মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়।  

সৈয়দপুর বাজার, রেলগেট বাজার, আদানি মোড়, ঢেলাপীর বাজারসহ গ্রামের হাটবাজারগুলোতে বিক্রি হচ্ছে রং করা মুরগির বাচ্চা।  

শহরের নুতন বাবুপাড়ার আহাদ আলী জানান, বাড়ির বাচ্চার জন্য মুরগির বাচ্চা কিনে নিয়ে এসে দেখি সব রং করা। যা আস্তে আস্তে রং উঠে গেছে।  
সৈয়দপুর সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান মতিউর রহমান জানান, বর্তমানে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ছে। এ অবস্থায় মুরগির বাচ্চা রং করা মোটেই সমিচীন নয়। এতে মুরগির বাচ্চার ক্ষতি হতে পারে এবং রোগ ছড়িয়ে পড়তে পারে।  

এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল হক জানান, এভাবে মুরগির বাচ্চা বিক্রি করাটা প্রতারণার সামিল। খোঁজ নিয়ে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৪০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১

এমএ/এমএমআই//এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।