ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে ফেনসিডিলের চালানসহ আটক ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১
সিলেটে ফেনসিডিলের চালানসহ আটক ২ ফেনসিডিলের চালানসহ আটক ২

সিলেট: সিলেটে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ দুই জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। এসময় তাদের কাছ থেকে ৭৪১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

রোববার (১৪ ফেব্রুয়ারি) সকালে নগরের শাহপরান থানাধীন মোহাম্মদপুর এলাকা তাদের আটক করা হয়।  

আটকরা হলেন সিলেটে জকিগঞ্জ উপজেলার মানিকপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে বাছিত আহমেদ (২৭) ও সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কুচাই সারপিন এলাকার নাজিম উদ্দিন আহমেদের ছেলে হাসান মিয়া (৩৫)।

র‍্যাব-৯ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

র‍্যাব-৯ এর কমান্ডিং অফিসার লে. কর্ণেল আবু মুসা মো.শরীফুল ইসলামের নেতৃত্বে অভিযানে অংশ নেন এএসপি ওবাইন ও এএসপি আফসান আল আলমসহ র‍্যাব সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১
এনইউ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।