ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ঢাবিতে কেনেডির আগমনের ৪৯ বছর পূর্তি উদযাপন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১
ঢাবিতে কেনেডির আগমনের ৪৯ বছর পূর্তি উদযাপন মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার

ঢাকা: যুক্তরাষ্ট্রের সিনেটর এডওয়ার্ড এম. কেনেডির ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার ৪৯ বছর পূর্তি এবং বসন্ত ঋতুর আগমন উদযাপিত হয়েছে।

রোববার (১৪ ফেব্রুয়ারি) এ উপলক্ষে যৌথভাবে একটি অনুষ্ঠানের আয়োজন করে এডওয়ার্ড এম. কেনেডি সেন্টার ও ঢাকা বিশ্ববিদ্যালয়।

ঢাকার মার্কিন দূতাবাস জানায়, মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার ভার্চ্যুয়ালি এ অনুষ্ঠানে অংশ নেন।

সিনেটর কেনেডি ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শনকালে কলাভবন প্রাঙ্গণে একটি বটগাছ লাগিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘আমেরিকার প্রকৃত বিদেশ নীতি হলো নাগরিকের সঙ্গে নাগরিকের, বন্ধুর সঙ্গে বন্ধুর, জনগণের সঙ্গে জনগণের ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তোলা, যার কোনো কিছুতেই বিনাশ নেই। প্রতি বছর সেই বট গাছের বেড়ে ওঠা যেন আমাদের ক্রমবর্ধমান শক্তিশালী সম্পর্কেরই প্রতীক। প্রতি বছর আরও শক্তিশালী ও দৃঢ় হচ্ছে আমাদের দুই দেশের বন্ধন। ’

উৎসব আয়োজনে সহযোগিতা করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্য বিভাগ, সুরের ধারার শিল্পীরা এবং ইএমকে সেন্টারের সবাইকে ধন্যবাদ জানিয়েছে দূতাবাস।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১
টিআর/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।