ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কা‌শিয়ানী‌তে দুই গ্রামবাসীর ম‌ধ্যে সংঘ‌র্ষে ওসিসহ আহত ৪০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২১
কা‌শিয়ানী‌তে দুই গ্রামবাসীর ম‌ধ্যে সংঘ‌র্ষে ওসিসহ আহত ৪০

গোপালগ‌ঞ্জ: গোপালগ‌ঞ্জের কা‌শিয়ানী‌তে তুচ্ছ ঘটনা‌কে কেন্দ্র ক‌রে দুই গ্রামের অধিবাসীদের ম‌ধ্যে সংঘর্ষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) অন্তত ৪০ জন আহত হয়েছেন।

রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপু‌রে কা‌শিয়ানী উপ‌জেলার রাজপাট ইউনিয়‌নের  চৌরঙ্গী এলাকায় রাজপাট ও বরইহাট গ্রা‌মবাসীর ম‌ধ্যে এ সংঘ‌র্ষের ঘটনা ঘ‌টে।

সংঘর্ষ চলাকালে বেশ ক‌য়েক‌টি ব্যবসা প্রতিষ্ঠা‌নে ভাঙচু‌রের ঘটনা ঘ‌টেছে। এ ঘটনায় পু‌লিশ ২৩ জন‌কে আটক ক‌রে।

স্থানীয় সূ‌ত্রে জানা যায়, রাজপাটের চৌরঙ্গী‌তে সড়‌কের উপর ব্যাটারি চা‌লিত ইজিবাইক রাখা‌কে কেন্দ্র ক‌রে রাজপাট গ্রা‌মের বশার মু‌ন্সির (৫৫) সঙ্গে ইজিবাইক মা‌লিক বরইহাট গ্রা‌মের আরমা‌নের (৩০) কথা কাটাকা‌টি ও হাতাহা‌তির ঘটনা ঘ‌টে।

এ খবর দুই গ্রামের বাসিন্দাদের ম‌ধ্যে ছ‌ড়িয়ে পড়‌লে বি‌কে‌লে উভয় গ্রা‌মের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নি‌য়ে সংঘ‌র্ষে লিপ্ত হয়। খবর পে‌য়ে কা‌শিয়ানী থানা পু‌লিশ প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আন‌তে চেষ্টা কর‌লে উভয় প‌ক্ষের ইট-পাট‌কে‌লের আঘা‌তে কা‌শিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমানসহ ১০ পু‌লিশ সদস্য ও অন্তত ৩০ গ্রামবাসী আহত হন। আহত‌দের‌ কা‌শিয়ানী হাসপাতাল ও ফ‌রিদপুর মে‌ডিক্যাল ক‌লে‌জ হাসপাতালে চি‌কিৎসা দেওয়া হ‌য়ে‌ছে।

কা‌শিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত ক‌রে জা‌নান, সংঘর্ষের ঘটনায় পু‌লিশ ২৩ জনকে আটক ক‌রে‌ছে। এ ঘটনার পর এলাকায় অতিরিক্ত পু‌লিশ মোতা‌য়েন করা হ‌য়ে‌ছে এবং পু‌লি‌শের প‌ক্ষে মামলা দা‌য়ে‌রের প্রস্তু‌তি চল‌ছে।

বাংলাদেশ সময়: ০০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২১
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।