ঢাকা, বুধবার, ২ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে ৫৪ কেজি গাঁজাসহ আটক ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২১
যাত্রাবাড়ীতে ৫৪ কেজি গাঁজাসহ আটক ৫

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৫৪ কেজি গাঁজা ও ১৩০ বোতল ফেনসিডিলসহ পাঁচ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার (১৪ ফেব্রুয়ারি) রাতে র‌্যাব-১০ এর উপঅধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

আটকরা হলেন—সৌরভ আহম্মেদ মিজান ওরফে সাজন (২৩), মোস্তফা (২৯), গিয়াস উদ্দিন (৩০), হাসান (২৬) ও মনিরুল ইসলাম মনির (২৫)।

মেজর শাহরিয়ার জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর সাড়ে ৫টায় র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় অভিযান চালায়। অভিযানে ৫৪ কেজি গাঁজা ও ১৩০ বোতল ফেনসিডিলসহ পাঁচ মাদক কারবারিকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে দুটি প্রাইভেট কার, ছয়টি মোবাইল ফোন ও দুই হাজার ৮৭০ টাকা জব্দ করা হয়।

র‌্যাব কর্মকর্তা আরও জানান, আসামিরা পেশাদার মাদক ব্যবসায়ী। আটক আসামিদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০২২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২১
এমএমআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।