ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বকশীগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে মৃত্যু, মৃতদেহ নিয়ে ধুম্রজাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২১
বকশীগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে মৃত্যু, মৃতদেহ নিয়ে ধুম্রজাল

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর ইউনিয়নের লাউচাপড়া গ্রামের ফারাজ উদ্দিনের ছেলে শিক্কু মিয়া (৪০) বলে স্থানীয়রা দাবি করলেও বিএসএফ বলছে, মৃতদেহটি শিক্কু বা অন্য কোনো বাংলাদেশির  নয়।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকাল থেকে বাংলাদেশিকে গুলি করে হত্যার কথা শুনে বিএসএফের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পতাকা বৈঠক করে। এ বৈঠকে বিএসএফ জানায় যে মৃতদেহটি কোনো বাংলাদেশির নয়। ফলে ভারতীয় পুলিশ ময়নাতদন্তের জন্য মৃতদেহ নিয়ে গেছে।  

সোমবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষীর বাহিনীর গুলিতে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৮৮ এ সংলগ্ন ভারতের ফুরাংপাড়া নামক স্থানে এ হত্যার ঘটনা ঘটে।

এদিকে, শিক্কুর নামে বকশীগঞ্জ থানায় দু’টি ও শেরপুর জেলার শ্রীবরদীতেও একটি মামলা রয়েছে। তার বাড়িতে গিয়ে শিক্কুর কোনো হদিস পাওয়া যায়নি। আর এ ব্যাপারে তার স্বজনরাও কিছু বলছেন না।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট বাংলানিউজকে জানান, সকালে স্থানীয়রা মৃতদেহটি কামালপুর ইউনিয়নের শিক্কু মিয়ার কথা বললেও বিজিবির পক্ষ থেকে মৃতদেহটি শিক্কু মিয়ার নয় বলে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২১/আপডেট: ১৬১৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।