ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ইয়াবাসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২১
রাজধানীতে ইয়াবাসহ আটক ১ রাজধানীতে ইয়াবাসহ আটক ১

ঢাকা: রাজধানীর খিলগাঁও এলাকা থেকে ছয় হাজার ৬শ’ ৪৫ পিস ইয়াবাসহ ফজলে কাদের ওরফে জুয়েল (৩৯) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।  

সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

মেজর শাহরিয়ার জিয়াউর জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ১১টায় র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর খিলগাঁও থানার বনশ্রী এলাকায় অভিযান চালায়। অভিযানে ছয় হাজার ৬শ’ ৪৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৪টি মোবাইল ও নগদ এক লাখ ৯১ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আসামি পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে ঢাকাসহ আশেপাশের এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন বলে জানা যায়। আসামির বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২১
এমএমআই/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।